পুষ্প
লেখাটি শেয়ার করুন
অর্পিতা পান্ডা
বিগত দিনের মতো পাপ আছে আমার গায়ে,
তুমি তার সবটা ধুয়ে একটা শিশু হবার কবজ দাও ঈশ্বর!
সমগ্র তল্লাটে ধোঁয়া আর কমলা জিহ্বার তাপ।
ক্রন্দনশীল বাতাস। মানুষ পোড়া গন্ধ চটকে-জীবন,
কৈবর্তের জনবিদ্রোহের মতো হ্যাংগারে ঝুলছে জামা-
ফি জানুয়ারি টু জুন তারপর তারপর-
শকুনের গলা দিয়ে নামছে না আর;
একটা কবজ পেলে –
এই গুমোট শ্মশান, কবরের পাঁজরে পুষ্প জন্মাবো।
লেখাটি শেয়ার করুন