arman hridoy

ফুরিয়ে গেলেই প্রয়োজন

কবিতা
লেখাটি শেয়ার করুন

আরমান হৃদয়।।
আজও ভোর হলে পাখি ডাকে
কতশত গান গায়,
তবু সেদিনের সেই মিষ্টি কলতান
অন্তরাত্মায় আর লাগেনা আমায়।
কতোটুকু ভালোবেসে ‘তাকে’ পাওয়া যায়!
আজ সবটুকুই যেন এক স্মৃতি,
বিশ্বাসের দেওয়াল বিচূর্ণ করে
মিথ্যে আজ ভালোবাসা ও প্রীতি।
হয়তো কালি শেষ হয়ে যাওয়া কলমটার মতোই
আমি আজ ডাস্টবিনে,
ফুরিয়ে গেলেই প্রয়োজন
বলুন,কে আর কাকে চেনে?
তবুও ভালোবাসি
আজও তারই প্রতিক্ষায়,
জানি,সেদিনের সেই মিষ্টি কলতান
একদিন ঠিকই ডাকবে আমায়।

লেখাটি শেয়ার করুন

৪ comments

Leave a Reply