ফুরিয়ে গেলেই প্রয়োজন
লেখাটি শেয়ার করুন
আরমান হৃদয়।।
আজও ভোর হলে পাখি ডাকে
কতশত গান গায়,
তবু সেদিনের সেই মিষ্টি কলতান
অন্তরাত্মায় আর লাগেনা আমায়।
কতোটুকু ভালোবেসে ‘তাকে’ পাওয়া যায়!
আজ সবটুকুই যেন এক স্মৃতি,
বিশ্বাসের দেওয়াল বিচূর্ণ করে
মিথ্যে আজ ভালোবাসা ও প্রীতি।
হয়তো কালি শেষ হয়ে যাওয়া কলমটার মতোই
আমি আজ ডাস্টবিনে,
ফুরিয়ে গেলেই প্রয়োজন
বলুন,কে আর কাকে চেনে?
তবুও ভালোবাসি
আজও তারই প্রতিক্ষায়,
জানি,সেদিনের সেই মিষ্টি কলতান
একদিন ঠিকই ডাকবে আমায়।
লেখাটি শেয়ার করুন
৪ comments
খুব সুন্দর হইছে
অনেক অনেক ধন্যবাদ।
দোয়া রাখবেন
MashaAllah
It’s awesome 💗💗💗
ছন্দ কবির ভাবনাকে ফুটিয়ে তোলে।
ভাবনাটা অন্তত বুঝলাম।
দোয়া করছি, আল্লাহ তায়ালা আপনাকে সৃষ্টি হতে অমুখাপেক্ষী করুক৷ আমীন