Masum+billah

বেনামে চিঠি

কবিতা
লেখাটি শেয়ার করুন

মাসুম বিল্লাহ ।।
ভেবেছি একটা পায়রা পুষবো,
তারপর পোষা পায়রা
তোমায় নিয়ে এইসব অখাদ্য কবিতাগুলো
বেনামে তোমার কাছে পৌঁছে দিবে।
রাত জেগে তোমায় নিয়ে লেখা
হাজারো প্রেমের কবিতা
ভোরের অস্ফুট আলোয়,
কবিতার খামে মিষ্টি ঠোঁটের চুম্বন এঁকে
তোমার কাছে পৌঁছে দিবো।
তুমি যখন চিঠিটা পড়ে শেষ করবে
ততক্ষণে হয়তো আমার প্রেমে পড়ে যাবে!
চিঠির পাতায় ভরে থাকবে,
তোমায় নিয়ে আমার রাগ, অনুরাগের কথা।
ভালোবাসার কথা।
দেখতে দেখতে চলে গেলো জীবনের পঁচিশ বছর।
এই পঁচিশ বছরে শীত এসেছে, গ্রীষ্ম এসেছে,
এসেছে বসন্ত, এসেছে বর্ষা, পঁচিশ বার।
ফুটেছে তোমার প্রিয় ফুল।
সেই ফুলের সুভাসে ভরে উঠেছে প্রতিটি বাড়ির আঙ্গিনা।
কিন্তু ফুলের সুভাস পৌঁছতে পারেনি তোমার কাছে।
বোঝাতে পারেনি আমার রাগ, অনুরাগ,
মায়া, অভিমানে জমে থাকা মনের ব্যথা।
ফুলের সুভাস ছড়িয়ে পড়ুক তোমার আঙ্গিনায়।
ভালোবাসায় জড়িয়ে বেঁধে রাখুক তোমায়।
ইতি,
তোমায় নিয়ে লেখা কাব্য চিঠি।

লেখাটি শেয়ার করুন

Leave a Reply