sohan

অংক না রসায়ন

কবিতা
লেখাটি শেয়ার করুন

মোঃ মেহেদী হাসান সোহান।।

 

এই যে শূন্যের মাঝে হারায় যাচ্ছি,
শাওয়ার,ঘুম,তাবিজ কবচ,কালেমা, দোয়া দরুদ,সাওম,
দুই পা দিয়ে শক্ত কইরা কাম আটকায় রাখতাছি,
আবার না চাইতেও ফালায় দিচ্ছি নতুন প্রাণের জল।
এসব অপচয়, অবরোধ করতে করতে বেলা গেলো।
চোখের লালে গোধূলি নামতেছে,
মাঝরাতে জলজল ছলছল হৃদয়।
আমি চেয়েছি “প্রয়োজন আর চাহিদার” অতিরিক্ত টুকুও,
তুমি বুঝেছো শুধু চাহিদা।
এসব অংক বীজগণিত না পাটিগনিত তা ঠিক
করতে পারি না আদৌ।
আমাদের শরীর নিয়ে যে বিজ্ঞান আর হৃদয় নিয়ে যে রসায়ন,
আমার আগ্রহ ছিলো এখানে।

আর তোমার কি ছিলো
কেবল ই অংকে!?


লেখাটি শেয়ার করুন

Leave a Reply