আহবান

কবিতা
লেখাটি শেয়ার করুন

আল সাইফ।।

 

ব্যথিত হৃদয়ের কাছে রেখেছিলাম আবদার,
তোমাকে একবার দেখার, শুধু একবার।
সেদিন যখন দেখেছি তোমায়, এ যেন হয় শেষবার।
মরণজ্বালা সহ্য করে নিব, তুমি এসো না সামনে,
এমন করুণ আহবান আর রাখিবো না হৃদয়ের কাছে।
দীর্ঘশ্বাসে দিন কেটেছে, রাত কাটে না চাপা কান্না আসে,
ভোরের আলো দেখবো বলে, আছি জানালার ধারে বসে,
আমার জীবনের সূর্য অনেক আগেই অস্ত নেমে গেছে।



লেখাটি শেয়ার করুন

One thought on “আহবান

Leave a Reply