সময়ে শিক্ষা
লেখাটি শেয়ার করুন
সাফিয়া নূর মোকাররমা।।
ভবের পরে মন্দ ভালো
মানুষ করে বাস,
সবার মনে ভালোবাসা
হয় কী সমান চাষ?
ঠেকে শেখা ঠকে শেখা
সময় থেকেই হয়,
চাপের কাছে নত শিক্ষা
কোন সে খাতায় রয়?
স্বার্থ সিদ্ধি করতে যারা
ধরে বন্ধুর সাজ,
স্বার্থ সিদ্ধি হলেই কেমন
বদলে ফেলে ভাঁজ!
মূল্য রয় না শরীরের আর
উড়ে গেলে প্রাণ,
তার লাগিয়া কেহ কভূু
ভাঙ্গে না তো মান?
পড়াশোনার অভিজ্ঞতায়
হয় যে দিতে মন,
কাগজ-কলম শিক্ষা ছাড়া
হয় কী কভূ রণ?
পরচর্চায় হিংসা বাড়ে
উল্টো সুরে গান,
সেবার মাঝে ভজন পূজন
মানবতার টান।
লেখাটি শেয়ার করুন