বশির আহমদ

সাদা মেঘের ভেলা

কবিতা
লেখাটি শেয়ার করুন

বশির আহমদ।।

 

নীলাকাশে সাদা মেঘের ভেলা
হাওয়ায় উড়ে
অনেক দূরে
দেশে-দেশে করে তারা খেলা।

রোদের পরে সুযোগ বুঝে কাঁদে
অশ্রু ফেলে
আঁখি মেলে
আবার খেলে সূর্য উঠার বাদে।

রঙিন তুলো উড়ে আকাশ পানে
আকাশজুড়ে
আকাশ ঘুরে
উড়ে বেড়ায় সারাদিন সবখানে।

হঠাৎ আবার কাজল কালো ছায়া
ঝড়ের বেগে
আসে রেগে
উঠিয়ে নেয় ভালোবাসার মায়া।


আরো পড়নঃ কেয়া


লেখাটি শেয়ার করুন

Leave a Reply