বশির আহমদ

নদীর কাঁন্না

কবিতা
লেখাটি শেয়ার করুন

বশির আহমদ।।

 

উন্নয়নে কলকারখানা আমরা সবই চাই
উন্নয়নশীল দেশের তরে তার তুলনা নাই।
কলকারখানা নয়কো শুধু উন্নয়নের রূপ
জীববৈচিত্র্যে হানছে আঘাত কাঁদছে নদী চুপ!
নদীর দুঃখে মাছের জীবন অকাতরে শেষ
নদীর তীরে মানুষজনের করুণ পরিবেশ।
বর্জ্যের গন্ধে ভারি হচ্ছে শান্ত সমীরণ
মৎস্য ধ্বংসের মেশিন যেনো বর্জ্য নির্গমন।
উন্নয়ন কী কলকারখানার রাসায়নিকের মল?
মৎস্য সম্পদ তাহলে কী নদীর ভরা জল?
গাণিতিক হারে হ্রাস পাচ্ছে ফসলের ক্ষেত সব
রোগ-বালাইয়ের পাদুর্ভাবে কষ্টের অনুভব।
হাওড় বাওড় ধ্বংসের পথে মাছের প্রজনন
ভাটির দেশের জেলে কৃষক কাঁদে সারাক্ষণ।
কলকারখানা নয়কো শুধু দেশের উন্নয়ন
চাষাবাদ ‘না’ করলে তুমি বাঁচবে কতক্ষণ?
পানির ন্যায্য হিস্যার জন্য চলছে রোজই চাল
আমার দেশে আগে হউক স্বচ্ছ নদী-খাল?
দেশ বাঁচুক নদী বাঁচুক কলকারখানাও তাই
একটার জন্য অন্যটির খুন কভু নাহি চাই।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply