লেখা প্রকাশের নিয়মাবলি

‘দূর্বাঘাস একটি অনলাইন ভিত্তিক অর্ন্তজালীয় সাহিত্য চর্চা কেন্দ্র। এটি সবার জন্য উন্মুক্ত। সকল শ্রেণির মানুষ লেখা পাঠাতে পারেন। টেকনিক্যাল সাপোর্ট স্বল্পতার জন্য লেখকদের সরাসরি লেখা প্রকাশ করার সুযোগ নেই। তবে খুব শীঘ্রই আমরা সে ব্যবস্থা করব। প্রিয় লেখক, স্বাগত অন্তর্জালীয় দেশে। যেকোনো লেখা পাঠানোর আগে নিম্নবর্ণিত নিয়মাবলি পড়ে নিন।

 

♦ লেখা অবশ্যই মৌলিক হতে হবে।

♦ ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে, বিশেষ গোত্র বা জাতিকে ছোট করে এমন কোনো লেখা প্রকাশিত হবে না।

♦ শব্দ চয়ন ও লেখার প্রুফ দেখায় যত্নশীল হতে হবে। বানান, যতিচিহ্ন ও ব্যাকরণের ভুল গ্রহণযোগ্য নয়।

♦ লেখার ফন্ট হবে ইউনিকোড। অভ্র কিংবা সরাসরি ইউনিকোডে টাইপ করে পাঠাতে পারেন।

♦ এছাড়া বিজয়, বর্ণসফট কিংবা অন্য পুরোনো বাংলা থেকে আপনার লেখা ইউনিকোডে কনভার্টের জন্য এখানে ক্লিক করুন।

♦ সরাসরি মেইল করলে এক কপি ছবি অ্যাটাচ করে দিতে হবে। লেখা (.docx) কিংবা (.txt) ফরম্যাটে অথবা মেইলের বডিতে লিখে পাঠাতে হবে।

♦ যেকোনো লেখা প্রকাশে সম্পাদক মন্ডলীর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।

♦ কোনো লেখা প্রকাশ করা বা না করার কারণ জানাতে দূর্বাঘাস এডিটর প্যানেল বাধ্য থাকবে না।

♦ দূর্বাঘাস কর্তৃপক্ষ চাইলে যেকোনো সময় ব্লগ থেকে কোনো লেখা সরিয়ে ফেলার অধিকার রাখে।

♦ দূর্বাঘাসে প্রকাশিত লেখার সম্পূর্ণ স্বত্ব ও দায় তার লেখকের।

গল্প, কবিতা, ধারাবাহিক উপন্যাস, মুক্তগদ্য, প্রবন্ধ, ফিচার, ভ্রমণ, স্মৃতিচারণ, সাহিত্যিকদের জীবনী ও সাক্ষাৎকার এবং বুক রিভিউ ক্যাটাগরিতে লেখা দেওয়া যাবে।