ইমরানুল ইসলাম

কে আমি

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরানুল ইসলাম।।

 

কে আমি?
কি আমার পরিচয়,
আমার আমিতে আমি শুধু সংশয়।
মনের দুঃখে বাজাই বাঁশি
সমুদ্রের কাছে গিয়ে বলি
কে আমি?
তুমিই দাও আমার পরিচয়।
সমুদ্রের উত্তাল জলরাশি দেয় বড্ড
এক মৃদু হাসি
ভাঙ্গাগড়ার এ সংসারে তুমি এক পথিক,
তুমি আত্মকেন্দ্রিক, সংকীর্ণচিত্ত ও একান্ত স্বার্থপর।
আত্মবিভোর মিথ্যা মায়ায় চেয়ে
গেছে তোমার দেহ,
আত্মা, হাড় মাংস সহ প্রতিটি পশম।
স্বার্থের কাছে হেরে যায়
তোমার ন্যায়নীতি,আদর্শ।
স্থান পায় মন ভুলানো গল্প, জনসমুদ্রে
তুমি এক কালজয়ী নেতা যেন
গান্ধীজী,লেলিন, চে, ম্যান্ডেলা।
নাটকীয় আদর্শিক ভাষণে ঢেউ উঠে জনমনে
আসলে বেইমানি তোমাদের স্বভাব,
ধুঁকে মরে জনগণ নীরবে।
মানুষে মানুষে তফাৎ তোমারাই কর অনুপাত
একই রক্তের দেহ তবেই কেন আলোকপাত?
হিংসা-বিদ্বেষ চেয়ে গেছে তোমাদের মানবকূল
মানুষ হিসেবে তোমাদের সৃষ্টি, কর কেন এতো ভুল।

আমি নির্বাক
প্রতিটি উক্তি ই চরম সত্য মনে হলো।
জীবনের মোহে পড়ে নষ্ট সমাজ,নষ্ট দেশ, নষ্ট সংসার।
আমার আমিকে খুঁজতে করতে হবে সব ছারখার।
আমিই মানুষ, এ আমার পরিচয়।
মানবিক সত্তা, ভালোবাসায় হলো আমার উদয়।
লোভ লালসা,হিংস্রতা একেবারে পরিত্যাগ
তবে দেহ, আত্মা তুষ্ট সৃষ্টি সকল হবে অবাক।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply