
কেউ সুযোগ ছাড়েনি
লেখাটি শেয়ার করুন
মো. এস এইচ শামীম।।
কেউ সুযোগ ছাড়েনি
গণিকাবৃত্তির জমানো ক’টি টাকা
ছোট্ট ছায়ার সতীত্ব
রক্ষা করতে পারেনি
কেউ সুযোগ ছাড়েনি।
সত্যের উপর মিথ্যাটা আজ
অন্ধকারে বলাৎকার হয়
বিভীষিকায় ডুকরে উঠে
নতুন প্রহর আসেনি
কেউ তো সুযোগ ছাড়েনি।
সুশীল সমাজ জ্ঞানী আমি
বিদ্যা বুদ্ধি সবই জান
চাকরি কি হয় উপরি ছাড়া?
গতর খাটিস গোবেচারা
এইটুকু বোধ আসেনি?
কেউ তো সুযোগ ছাড়েনি।
কথার প্যাঁচে কথা বলি
বিবেক বোধ সব রুদ্ধ করি
শকুন হয়ে সেই লালসায়
উপর থেকে নিচে তাকায়
রক্ষেনি আর চার ইঞ্চি সেই নীড়টি
কেউ সুযোগ ছাড়েনি।
তোষামোদে বিশ্বসেরা
কুৎসা রটাই এই ঐ বেলা
দিন গুলো সব রাত করে দিই
হাজার হাজার মীর জাফর হই
এক সিরাজ তাই বাঁচেনি
কেউ সুযোগ ছাড়েনি।
লেখাটি শেয়ার করুন