খেয়াল
রিজভী হক সৈকত
কেন এ শহরে বৃষ্টি আসে না, মেঘ ভাসে না
স্মৃতির ডানা মেলে?
মেঘ তুমি ঘূর্ণিপাক খাও চঞ্চলতায় গর্জে ঝনঝনিয়ে উঠো
তবু একবার ; সংশয় ছাপিয়ে সংকল্পের বেড়া ভেঙে চোখ মেলো।
শুন্য এ পথ, তৃষাতুর এ প্রকৃতি, সন্দিহান ভাবনা
শুধুই চেয়ে থাকে ও দিগন্তে কি এক অলীক ইচ্ছায়!
আকাশ তুমি বোঝ কি তা?
আচ করো কি সেই শ্বাস, যে শোনায় শ্রাবণ প্লাবন ঝর্ণার বারিধারায় আচড় কেটে যাওয়া এক মুক্ত পরশ।
দুর্বার নয়, নয় দুরন্ত, শুধুই আলতো শান্ত স্নিগ্ধ।
সকালের রোদ আলতো ছোঁয়া দিয়ে যাও, একটু অপেক্ষা করে দেখে যাও কি সুনিপুণ ঝঙ্কারি কটাক্ষ।
কিসের এত তাড়া!
এ বিরল স্বপ্ন।
কোথায় ছোটে এ আশা, নাকি তাকে বেঁধে রাখে কেউ
খোলা মাঠের বালুকণায়?
রাতের নিরবতা তামাশা দেখে।
আর সেই তামাশায় জল ঢেলে দেয় জোনাকির স্রোত তাদের
মিটিমিটি আলোয়;মেঘেদের উড়ো চিঠিগুলো রাতের নিস্তব্ধতামোড়া অন্ধকারে হারিয়ে যায় শুন্যে;
তরুনীর সুবাসিত লাবণ্যের বেড়াজালে বেধে বাতাস
ডাকপিয়নের বেশে কড়া নাড়ে ছন্দে।
মরিচীকাময় সে ভ্রমে মন সব কিছু ভুলে স্রোতে গা ভাসায় যেন ধুলিমাখা-আনন্দে!
এযেন এলোকেশী চুড়ির ঝনঝন , কন্ঠের মাধুকরী ছোয়া
সে সন্দিগ্ধ।
একফোঁটা জ্যোৎস্নায় শোভিত এদৃষ্টি শোনে না কোনো বাধা-নিষেধ, চেয়ে থাকে অক্লান্ত অমনোযোগে।
৩ comments
সুন্দর!
সুন্দর
চমৎকার