ফারুক খান নেগারি

পরিচয়ের ইতিহাস

কবিতা
লেখাটি শেয়ার করুন

ফারুক খান নেগারি
শিক্ষার্থী
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

গিয়েছি ঘেমে
যাই নি থেমে
চলছি আমি একা
আজও পাইনি তারও দেখা।
পরিচয় হয় নিয়ত
তবু হয় না কেউ প্রিয় তো?
প্রতি পরিচয় গড়ে যায় সিঁড়ি,
সিঁড়ি বেয়ে গড়েছি এক মহারূপ গিরি।
আরো আছে পরিচয়ের অসহ্য অবহেলা,
ভেতরে ব্যাপ্ত হয় তীব্র দহন-জ্বালা।
প্রতি ধাপে যখন আবারও ফিরি,
পদবিক্ষেপে অসীমও সিঁড়ি।
কেউ কথা কয়, কেউ কয় না,
অচেনার ভানে কেউ, কেউ চুপ রয় না।
কারো চোখে আমি এক মস্ত সন্দেহ,
শ্রদ্ধায় হৃদয়াপ্লুত কেহ।
কারো চোখে অহেতুক ঘেন্না-অশ্রদ্ধা,
সে স্বাদের স্মৃতি আদৌ হয়নি’ক হত্যা।
কেউবা পেয়েছে উত্থান ভয়,
কতশত পেয়েছি পরিচয়ের ইতিহাসময়।
অবজ্ঞায় হেসেছে কেউ,
ধ্বংসিতে দিয়েছে ঢেউ।
মানুষ হয়ে শক্তিদর্পে হয়েছে কেউ ঘূর্ণি,
সুনামি হয়ে বয়ে গেছে হৃদয় জখম-চূর্ণি।
কতো ভালোবাসা দিয়েছিল আশা,
রূপান্তরে দেখেছি সর্বনাশা।
নানা জন কানা মন ভেবেছে প্রতিদ্বন্দ্বী,
কত ভুল বোঝার থাবায় হয়েছি বন্দী।
কেহ গেয়েছে, নিন্দারা নেচেছে বাতাসে,
কাছে কেহ এসেছে, পাশেই দেখেছি হতাশে।


লেখাটি শেয়ার করুন

৩ comments

Leave a Reply