প্রথম মৃত্যুর আগে
লেখাটি শেয়ার করুন
শেখ শাহিন
আজও ফুল ফোটে গান পাখিঠোঁটে
সুর তোলে কূজন সখা-সখী দুজন
স্বর্গীয় ছবি
দেয় আলো রবি।
গাঙে নব জল কিশোরের দল
খেলে ডুব খেলা মাছেদের মেলা
হাল হাতে মাঝি
গান গায় আজি।
ফসলের ক্ষেতে চিঠি আসে যেতে
দেখাবে সে নাচ শ্যামলীমা গাছ
ইশারায় ডাকে
মেঠো পথবাঁকে।
শন শন বায়ু বয় চুপি চুপি কথা কয়
পথিকের কানে আলাপন গানে
কত কথা কত গান
কেড়ে নেয় মনপ্রাণ।
ছোট-বড় তারা রাতে জ্বলে যারা
আঁধারের কোলে হাসে আর দোলে
মিটমিট জ্বলে
দল বেঁধে চলে।
আকাশের নীল রং কীযে মধু তার ঢং
শরতের মেঘমালা ওড়ে যেন সাদা ভেলা
কাশফুলে দোল খায়
শিউলিতে নাচে তায়।
কত শত ছবি এঁকেছো হে কবি
যত আমি দেখি ধন্য এ আঁখি
আরও কিছু চাই
শোনো বলি তাই।
পাহাড়ের ঢালে বাস করি শোনো মনে আশ
সবুজের কাছে সারাবেলা কাজে
কেটে যাক গোটা দিন
নিদ দাও ক্লেশহীন।
সাগরের পারে হেঁটে যাক কিছু বেলা কেটে
ঢেউগুলো ঝাঁকে ঝাঁক কায়া মোর চুমে যাক
রাতে ডাকে নোনাজল
যেন শুনি কোলাহল।
আরও রূপ প্রেম দেখা বাকী শত পাঠ শেখা
না নাও আজ ডেকে যেতে চাই আরও দেখে
পৃথিবীর মুখখানি
দয়াময় তুমি জানি।।
লেখাটি শেয়ার করুন