লায়েক আহমেদ পবন

প্রশ্ন

কবিতা
লেখাটি শেয়ার করুন

লায়েক আহমেদ পবন।।

 

চলো আজ একটু আলাপ করা যাক,
ব্যক্তিগত কোন আলাপ নয়।
কেমন আছো? কি করছো? কি খেয়েছো?
এসব আলাপ আজ একটু তোলা থাক, এসব আলাপ রোজই তো হয়।
আজকে কথা বলবো আমাদের ভালো আর খারাপ থাকার পেছনের সাইকোলজি নিয়ে,
আমাদের কিছু করার শক্তি আছে নাকি সব অলৌকিক শক্তি সে রহস্য নিয়ে।
চলো একটু কথা বলি পৃথিবী জুড়ে রোজ কয় হাজার মানুষ না খেয়ে মারা যায় তা নিয়ে।

চলো আজ একটু আলাপ করা যাক,
ব্যক্তিগত কোন আলাপ নয়।
সমুদ্র নাকি পাহাড়, লাল নাকি নীল, যুদ্ধ নাকি শান্তি।
এসব আলাপ আজ তোলা থাক, এসব আলাপ রোজই তো করি।
আজকে আলাপ করবো পৃথিবীর কয় ভাগ জল আর কয় ভাগ স্তল তা নিয়ে, আজকে কথা বলবো রঙের ইতিহাস নিয়ে, আজকে কথা বলবো যুদ্ধের মূলনীতি নিয়ে।
চলো শান্তি প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য নিয়ে একটু কথা বলা যাক।

চলো আজ একটু আলাপ করা যাক,
ব্যক্তিগত কোন আলাপ নয়।
কোন ভার্সিটিতে পড়ো? কয়টা প্রেমিক আছে? জীবনের লক্ষ কী?
এসব আলাপ আজ একটু তোলা থাক, এসব আলাপ রোজই তো করি।
আজকে কথা বলবো শিক্ষা প্রতিষ্ঠানের উদ্দেশ্য নিয়ে, আজকে কথা বলবো কামহীন, শরীরহীন মন’নির্ভর প্রেম নিয়ে।
চলো আজকে জীবনের লক্ষ পেছনে ফেলে সৃষ্টির রহস্য কিংবা বিবর্তন নিয়ে একটু কথা বলি।

চলো আজ কিছু প্রশ্ন করা যাক, ব্যক্তিগত কোন প্রশ্ন নয়।
যে প্রশ্ন ভয়ে কিংবা লোভে কখনই করা হয়নি।
আমরা এখানে কেন আসি? একই বৃত্তে ঘুরপাক খেয়েও নিজেদের শ্রেষ্ঠ আর স্বাধীন ভাবতে কে শেখালো আমাদের?
এর পেছনে সত্যিই কোন অলৌকিক শক্তি আছে? নাকি এ-সবই সহজ সরল মানুষ নিয়ে বিশাল বড় ষড়যন্ত্র?
চলো আজ আমরা কিছুক্ষণ কথা বলা থামিয়ে প্রশ্ন করা শুরু করি!


লেখাটি শেয়ার করুন

Leave a Reply