বন্দে-প্রিয়তমা
লেখাটি শেয়ার করুন
সাদ্দাম হোসেন
ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
তোমার অবহেলা করার পারদর্শিতা দেখে মনে হয়
ভেতরে ভেতরে তুমি একজন প্রত্নতত্ত্ববিদ;
সবকিছু সুনিপুণ বিশেষজ্ঞতার সাথে নিয়ন্ত্রণ করতে পারো।
যে তুমি আমার জগৎকে পুড়িয়েছ;
জ্বলন্ত আগুনে পোড়াতে পোড়াতে
বাষ্পীভূত বিরহের যে ঘনমেঘ জমেছে হৃদয়াকাশে
আমি তা নিয়েই সযত্নে দিব্যি বেঁচে আছি!
তোমার দেওয়া বিরহকে তো আর অবমাননা করা যায় না!
কারণ, তুমিই আমার রাজকুমারী, রাজত্ব এবং রাজ্য।
সেই রাজ্যের স্লোগান
জয় বাংলা নয়;
বাংলাদেশ জিন্দাবাদ নয়;
কিংবা নয় বন্দে মাতরম।
সেই রাজ্যের স্লোগান;
জয় প্রিয়তমা,
প্রিয়তমা জিন্দাবাদ,
কিংবা বন্দে প্রিয়তমা!
তোমার নামের স্লোগানে স্লোগানে
আমি যেন ‘তোমার নামেরই’ এক ডিকশনারি হয়ে উঠেছি;
অভিধানের পাতার মতো উল্টিয়ে দেখো আমাকে
বারবার তোমার ‘নাম’ই খুঁজে পাবে।
লেখাটি শেয়ার করুন
৭ comments
চমৎকার,,, হয়েছে 🥰🥰🥰
চমৎকার
Awesome
Outstanding 😲
সেই
সুনিপুণ
Outstanding