বৃষ্টি ভেজা প্রেম
লেখাটি শেয়ার করুন
মাসুম বিল্লাহ।।
শহরের ফুটপাতে অঝোর ধারায় বৃষ্টি
তোমার জানালায় ছিল আমার দৃষ্টি
ভাবনায় আঁকি তোমার ছবি,বৃষ্টিরা
ঝরে পড়ছে নিশিরাত্রি।
জানালার গ্রীলের ফাঁকে হাত বাড়িয়ে
স্পর্শ করবে বৃষ্টি। মিথ্যে হলেও
অবাক দৃষ্টিতে তাকিয়ে থেকো আমার দিকে।
রাত্রির আকাশে আমাবস্যার ছাপ
গগনে উঠে মেঘেদের হাঁক। অতপর
আকাশে চমকে উঠে বিদ্যুৎ, মৃদু আলোয়-
হাত বাড়িয়ে আশ্বাস দিয়ো আমায়।
আমার অসাড় হাতটি ধরে ভিজবে দুজনায়।
অতঃপর, অনেক জমানো গল্প ছিলো বলার,
থাক! জমানো গল্প,
রাতের আঁধারে বৃষ্টি ভেজায় বিলীন!
লেখাটি শেয়ার করুন