এস. এম. রায়হান চৌধুরী

শীত

কবিতা
লেখাটি শেয়ার করুন

এস. এম. রায়হান চৌধুরী

 

সে এসেছিল ধরলা নদীর পাড়ে

যেখানে এসে অন্ধকার মিশে হয়েছিল তারুণ্য,

মুক্তির খোঁজে স্মিত স্রোত

যে কথা বলেছিল আমারে, বারেবারে—

কে ছিল সেই কুহক অবয়ব?

 

আমারি পাশে ছিল—

তবু আমি চিনি না, জানি না

তুমি চিনিতে পারো, হে ধরলা

এইখানে থাকো তুমি,

তোমারি টানে ছুটে আসে কত দেহ পল্লব!

 

এবার বুঝেছি আমি—

মানুষের মতোই তুমি অভিনয় জানো,

চুম্বকের মতো নিতে চাও টেনে—

তোমারি কাছে,

ভেঙে দিতে চাও প্রণয় সব!

 

জেনে রাখো তবে,

ভালোবেসে এই হৃদয় হয়েছে জলেশ্বরী

কখনও বা বায়তুল মোকাররম;

সুবাস ছড়ায় ভারবেনার—

লেগে থাকা সেই স্নিগ্ধ অনুভব!


লেখাটি শেয়ার করুন

Leave a Reply