আশফাক অনিক

সমীকরণ

কবিতা
লেখাটি শেয়ার করুন

আশফাক অনিক।।

 

আমি যেমন তোমারে ভালোবাসি
মৃত্যুও জীবনরে খুব ভালোবাসে
ভালো বাসতে বাসতে আমরা হারায় যাইতে থাকি
ভুইল্যা যাই ঘর বাড়ি মাঠ ঘাট মানুষ কই থাকে
হাঁটতে হাঁটতে কোথাও না কোথাও যাব ভাবতে ভাবতে ফিরবার পথ যে কই,
হারায় ফেলি
আমরা ধইরা নেই আমরা দুইজনেই দুইজনরে ভালোবাসি
তো ধরি,
আমি তোমারে ভালোবাসি
তুমিও আমারে ভালোবাসো
মৃত্যুও জীবনরে ভালোবাসে
জীবনও মৃত্যুরে ভালোবাসে
কিন্তু আমি তো জানি আমরা দুইজনই বাঁচতে ভালোবাসি
না কি?


লেখাটি শেয়ার করুন

৪ comments

Leave a Reply