গার্গী চৌধুরী

অজানা সুখ

কবিতা
লেখাটি শেয়ার করুন

গার্গী চৌধুরী,
কলকাতা, পশ্চিমবঙ্গ।

 

বিয়ের ছয় মাস পর মেয়েটি শুধিয়েছিল
তাকে ভালো লাগার কারণ;
ছেলেটি বলেছিল তার
রান্নার হাতটি বড্ড ভালো।
বছর ঘুরে কোল আলো,
সোনার টুকরো ছেলে হলো,
বর পেলো অর্থ,যশ,প্রতিপত্তি
মেয়েটি হল লক্ষ্মীমন্তি।
তবু জানা হয়নি অন্তরের কোন গুণে
আপন হয়েছে স্বামী?

পঁচিশ বছরের বিবাহবার্ষিকী,
নাম,যশ, প্রতিপত্তি,
সুখ এসেছে উদার স্রোতে,
মনের এক কোণ তবুও ফাঁকা,
অজানা কোনো  কারণে।

বিবাহবার্ষিকীর জলসায়
ভিড়ের মাঝে বিশেষ মুখ।
শুধিয়েছিল আজও কেন সে  একা?
উত্তর ছিল তার মতো
হৃদয়,অনুভূতি আর হয়নি পাওয়া।
অশ্রুসিক্ত চার চোখ ছিল
সেদিনের পরম উপহার।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply