ফারুক খান নেগারি

আন্দোলন

কবিতা
লেখাটি শেয়ার করুন

ফারুক খান নেগারি।।

 

আন্দোলন সাধনা তোরা কেউ দিস না রে ছেড়ে,
তোরা সব আয় দাঁড়িয়ে আছিস কোথায় কে রে।
আয় তোরা রাজনীতির মশাল নিয়ে হাতে,
ন্যায় আর সত্যের দূত হয়ে রাজপথে।
সে মশাল যেন যত আঁধার সব করে দূর,
মুখেও যেন হাসি ফোটে, সাহস পায় যেন মন বেদনা-বিধূর।
সে আলোয় পথ যেন দেখে পথ হারানোর দল,
আলোই ভালো মশাল দলের বল।
ভোরের আলোয় ফুটিয়ে যা সত্য-বৃক্ষের ফুল,
পীড়ন কিরণ মুক্ত কর বৃক্ষের শাখা-মূল।
চৈতন্য আসন্ন তোরা দিয়ে যা মশালের ডাক,
কথা যেন কয় তারা আছে যত নির্বাক।
সহায় হয়ে আয় রে তোরা, কর রে তোরা গমন,
জুলুম হুকুম যেথায় আছে, আসছে দমন সমন।
আয় রে তোরা অধিকার-চেতা,
যেথায় আছিস জনতার নেতা।
পুড়িয়ে দে গুড়িয়ে দে মাদক পাতক সদন,
যৌতুক কৌতুক না হয় যেন, হয় যেন জন-বোধন।
স্বদেশ বিদেশ ষড়যন্ত্র ভেঙ্গে করে দে তোরা গুড়া,
জনতার সুখে স্বাধীন দেশে দেশ-সাফল্যের চূড়া।
দেশ-দায়িত্বে আয় তোরা রাজনীতির মশাল নিয়ে হাতে,
ন্যায় আর সত্যের দূত হয়ে রাজপথে।
তোরা সব আয় দাঁড়িয়ে আছিস কোথায় কে রে,
আন্দোলন সাধনা তোরা কেউ দিস না রে ছেড়ে।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply