কালোর শুভ্র রঙ

কবিতা
লেখাটি শেয়ার করুন

মোঃ রাকিবুল হক

 

নির্জীব জীবন কখনো সজীবতা পায়,
কিছু ব্যথার স্নিগ্ধতার পরাগ মেখে!
সীমাহীন আকাশ কখনো বা লাগে ভালো,
যদি তা মেঘে যায় ঢেকে!
রিক্ত শাখাকে নবীনের রুপে সাজাতে,
পাতা- ‘ঝরে যাওয়া’কে আপন করে।
সেতারের তারগুলো বাজাতে আবার,
স্তব্ধতা হঠাৎ ধরা দেয় এসে ‘সুরে’।

সাদা কাগজের মূল্য তো নেই,
যদি তার বুকে কালির আঁচড় না হয় টানা!
‘আলো’ নামের কদর তো নেই,
যদি ছায়া তাতে না আঁকে আলপনা!

কিছু মিথ্যায় উপকার হয়,
কিছু পাপে পূণ্য থাকে!
কখনো জীবন ‘রঙধনুর’ মতো রঙিন হয়,
কালোর শুভ্র রঙ মেখে!


লেখাটি শেয়ার করুন

Leave a Reply