জোছনার হাড়
লেখাটি শেয়ার করুন
মোঃ আরিফ হোসেন।।
আজি পূর্ণিমা রাতে
মস্ত চাঁদখানী উঁকি দিয়ে দেখে
পাতার আড়াল ব্যর্থ আজি
জোছনার তীব্র দাপটে।
চেষ্টাতে যেন তার, নেই কোন ছাড়,
ক্ষ্যাপাটে চাঁদ আজ করেছে যে পণ
ছুয়ে দেবে আজ সে যে তোমারই মন
রুপালী জোছনার আবিরের ছলে।
কখনো সে নেমে আসে ভরা দীঘিতে
হীরা, নীলা, ভরা রুপালী থালাটি
ভেসে আছে হায় পঙ্কিল জলে।
নাহি লুটে হায় এ মানিক রতন,
বসে তুমি ঠায় সেই তোমারই মতন।
হয়তো তার মনে পরছে বাবুই পাখির ডাক
নয়তো ভীষন মন খারাপে মুখ করেছে ভার।
এদিকে শশী নেইকো থেমে
রাজহংস হয়ে কাটছে সাঁতার ঘোলাটে জলে নেমে।
রুপালী থালাটি ভাসছেনা আর
হয়েছে এখন একঝাক রুপালী ইলিশ।
দীঘির পাড়ে নাকি আনাগোনা করে
আড়ি পেতে শোনে তোমার নালিশ।
তোমার মন খারাপেরা এসেছে দেখো ভড় করেছে কালো মেঘ করে।
রাজহংস পালায় দিয়ে ডুবসাঁতার,
দেখে সে যখন
বিশালাক্ষীর অভিমানী কালো মেঘের পাথার।
লেখাটি শেয়ার করুন