এস. এম. রায়হান চৌধুরী

নজরবন্দি

কবিতা
লেখাটি শেয়ার করুন

এস. এম. রায়হান চৌধুরী

 

তোমার কথাতেই চলবে জাতিসংঘ
তোমার স্পর্শেই কাঁপবে আমার অঙ্গ।
আমাদের কথা যেন কেউ না জানে
পিঠ ঠেকেছে দেয়ালে
আর দেয়াল ঠেকেছে কানে।

শব্দ করো না,
সামনে সমূহ বিপদ
নচেৎ
মাথা ঠেকে যাবে লিন্টেলে
আর বুক কেপে যাবে মাউথ অর্গানে!

আমাদের সামনে যে পর্দাটা উড়ছে; আরবি পর্দা
তার কানাগলির ফাঁকে ফাঁকে ওঁৎ পেতে রয়েছে অসংখ্য নয়ন,
এদিক সেদিক করো না, চুমু খাও ঠোঁটে
দেখি নীরবে কতটা নৈবেদ্য আসলে জোটে!

এরোসল মারো মেপে মেপে
গন্ধ যেন না ছড়ায়,
মশারিটাও দাও টেনে
ঘুলঘুলিটাও সজাগ থাকে
ছুঁয়ে দেখার মন্ত্রণায়!

স্পর্শ করো না অসংলগ্ন ভাবে
ধীরে ধীরে বহাও প্রেম,
অথবা পরিত্যক্ত ঘোষণা করো তোমার বুকে
কিছুক্ষণের জন্যে তো তোমাকে পেলেম!



লেখাটি শেয়ার করুন

Leave a Reply