প্রকৃতি
লেখাটি শেয়ার করুন
তুর্জয় শাকিল,
ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রকৃতি তার রূপের সমুদ্রে ছিল ভরপুর,
নিয়ন্ত্রণ করেছিল পুরো পৃথিবী
ছিল না কোন আহাজারি।
সুখে ছিল কূলের প্রাণী
ভয় ছিল না জলের প্রাণীর।
নিড়ে ফিরতো সকল পাখি
মনের সুখে গাইতো পাখি।
ভোরের আকাশে হাসতো সূর্য মামা,
সন্ধ্যার আকাশে কোলাহলের মেলা।
রাতের আকাশে জোৎস্না ঢালে
চাঁদ মামার হাসির ঢলে।
রাত হতো আনন্দ ঘিরে
সকাল হতো ঘুমের ঘিরে।
ব্যস্ততা দিয়েছে ডাক, সভ্যতা দিয়েছে হানা।
ধ্বংস হয়েছে ভালোবাসা, প্রকৃতি দিয়েছে বিরূপ দেখা।
ধবংস হবে প্রাণীকূল, আনন্দে থাকবে প্রকৃতিকূল।
লেখাটি শেয়ার করুন
৭ comments
খুব ভালো হইছে
Upcoming poet…Best of luck🥰🥰
ভালো ছিল 😍
সেই ছিলো.. 🔥♥️
Awesome
Just splendid 💝
Nice mama