ইমরানুল ইসলাম

বর্তমান সমাজ

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরানুল ইসলাম,
বাঁশখালী,চট্টগ্রাম, বাংলাদেশ।

 

সুখের আশায় করছি বাড়ি
নারী গাড়ি সব,
পার্থিব মোহে মুগ্ধ সবাই
ভুলে চলেছি রব।

সুখের জন্য জীবন বাজি
হরেকরকম কারসাজি,
লোভের কোনো অন্ত নেই
ভন্ড নৌকার মাঝি।

ভাইয়ে-ভাইয়ে অন্যায় সমর
ইন্ধনদাতা নারী,
মানবজীবন বৈচিত্র্যে ভরপুর
স্বার্থের দুনিয়া ছাড়ি।

হিংসা বিদ্বেষ চরম পর্যায়ে
মনুষ্যত্বহীনতায় ভোগে,
দ্বন্দ্ব সংঘাতে নিত্য সমাজ
মরণ ব্যাধি রোগে।

বর্তমান সমাজ গুনে ধরেছে
মানুষ হলো কীট,
বন্য প্রাণীর চেয়েও অধম
পাবেনা শান্তির নীড়।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply