ইমরানুল ইসলাম

সময়ের বন্দনা

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরানুল ইসলাম।।

 

সময়ের স্রোত আবহমান, চিরন্তন
থাকে না কখনো থেমে,
জাগতিক নিয়ম নিত্য ও চরম সত্য
বাঁধা যায় না তো ফ্রেমে।
সময়ের পরিক্রমায় ঋতু বদলে যায়
নবরূপে চিরাচরিত সাজে,
আহত হৃদয়ে নতুন প্রাণের সঞ্চার
স্বার্থের প্রেম বাজে।
সবকিছু বদলে যায়
কারো জন্য সময় তো স্থির নয়,
জগৎ সংসার যেন মহাসুখের
চরম বাস্তবতা সত্যি দুঃখের।
আমরা বাস্তবতার কাছে হেরে যাই
আসলে সময় জিতে যায়,
অন্ধ চক্ষুর দৃষ্টি ফেরাতে
সৎ ইচ্ছার অভাব হায়!
কষ্টার্জিত ফল ভারী মিষ্টি
আত্মার মহা সন্তুষ্টি,
সহজেই লাভে তেঁতো ভরপুর
বদ হজমই কৃষ্টি।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply