Arman Hossain Antor

অভিমান

কবিতা
লেখাটি শেয়ার করুন

আরমান হোসাইন অন্তর।।
যেদিন আমি হাসবো না আর
ভিড়বো না আর তোমার দুয়ারে,
বুঝে নিও এই আমিটা
বদলেছি অভিমানে।
জেনো এ–মেঠোপথ ঘাসে ছেয়ে যাবে
রোদে পুড়ে গড়বে ফের নতুন আলোপথ,
ও–পথে ফের অনুভূতি ভরে হেটোনা হেলায়
পথিক ভোলে দগদগে ক্ষতের ছায়াপথ।
ও–পথে আর ফিরবে না কেউ
ভোলাতে সামান্য অভিমানী ঢেউ,
ভালো থেকো মনে স্বপ্ন জুরে
অভিমানে কভু ভুলোনা প্রিয়।
তবু কোনদিন হারালে ভুবণ
হয়ে সুমতি ফিরলে সুমন,
নিমন্ত্রণ জেনো কূলহীন তীরে
অক্ষত হৃদ–সংসারে।
সন্দিহান এ–অভাগা, ব্যথিত ভূবণে—
পাবে না বোধহয় ভুল মার্জনে,
তৃষিত বুক ফেরাবার বিলাপে—
হারিয়েছি ভূ–মায়া, ফিরবো না বলে,
মিথ্যে অভিযোগ, অভিমানে।

লেখাটি শেয়ার করুন

One thought on “অভিমান

Leave a Reply