দুঃখের বর্ণমালা
লেখাটি শেয়ার করুন
ইকবাল খান।।
সবকিছু হারিয়ে যায় কি কভু বাঁচা?
বারান্দায় টবেতে উপ্ত,
অশ্রুমানবের অশ্রুপুষ্ট
কতিপয় হাস্নাহেনা ও কামিনীকে
প্রশ্ন করতেই সহসা তীব্র ঝড় আর ধূলিঝড়!
ফুলেরা দিলো উড়াল একে একে,
দূর থেকে বহুদূর, জলে শাব্দলে!
পাপড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে
রচিলো দুঃখের তাবৎ বর্ণমালা!!
ভোরের শিশিরও আজকাল
হরহামেশা ছড়ায় প্রচন্ড উত্তাপ ;
হৃদআঙিনার পুষ্পকানন আজ বিবর্ণ বিরান!!
রংধনু বদলে এক লম্বাটে গ্রীবা!
কলমিলতাগুলো হাতির শুঁড়ের মতো
প্যাচিয়ে ধরে অবশিষ্ট সুখের নির্যাস!
লেখাটি শেয়ার করুন