
নতুন দিনের গান
লেখাটি শেয়ার করুন
মুহাম্মদ মেহেদী হাসান মুন্না
দেখো আজ,
পাহাড়ি লতা ফুটে তাজা গ্রেনেডের বুক চিঁড়ে
বন্ধু কিসের এতো সংঘাত-আশান্তি তোমার,
বারে-বারে যাও হারিয়ে কোন সে ঘোরের ভীড়ে?
দেখো আজ,
কৃষ্ণচূড়া ঝরে পড়ে না রাজপথে হয়ে রক্ত
নিষ্প্রদীপ কোন অঙ্গনে নিষ্প্রাণ দাঁড়িয়ে তুমি,
কালো রূপে লুকিয়ে নিজেকে করে তুলছো সিক্ত?
শোনো আজ,
জোনাকিরা শোনায় না প্রান্তরে মৃত্যু দুরুদুরু
কোন ভয় নিয়ে হাল ছেড়ে বসে দুলছো তুমি,
আঁকছো মিথ্যে কল্পনা করে নিজের প্রাণ সরু?
শোনো আজ,
নরপশুরা পুঁড়ে লাশ হয়ে শ্মশানে-শ্মশানে,
গাইবে না কি তুমি নতুন দিনে জয়ের গান,
শির উচু করে জোর গলে চেয়ে আকাশ পানে?
লেখাটি শেয়ার করুন