প্রভাতের সূর্য
লেখাটি শেয়ার করুন
মোঃ রাকিব হোসেন।।
প্রভাকরের এত প্রখর গরিমা
রক্তজবার মতো এই লালিমা
পূর্বাহ্নে অগ্নিশিখার ন্যায় সূর্যোদয়ের প্রভাত
বিনিময় ছিল হাজারো ঘাত-প্রতিঘাত।
ছেলে হারানো মায়ের বেদনা
সম্ভ্রম হারানো বোনের যন্ত্রণা
স্বামীহীন কুমারী গৃহবধূর ভালোবাসা
বিজয় ছিল তাদের নিত্য প্রত্যাশা।
বিজয় মোদের পুলকিত নয়
করে যে শুধু বিষাদময়,
ভেঙ্গে গেলো ডানা যে পাখিটার
উড়ার আহ্লাদ শুধুই যে তার।
লেখাটি শেয়ার করুন
৩ comments
Osadharon likhen apni vaia❣️❣️
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লিখছেন।
অভিনন্দন রাকিব ভাই,, চমৎকার লিখেছেন