ইমরানুল ইসলাম

ফাইল

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরানুল ইসলাম,
চট্টগ্রাম, বাংলাদেশ।

 

টাকা ছাড়া নড়ে না এখন
নিত্য প্রয়োজনীয় ফাইল,
দুর্বিষহ জীবন হয়ে পড়েছে
দূরত্ব হাজারো মাইল।

টাকার জোরে কলম চলে
মিথ্যা বচন নাতো,
অত্যাচারী খেলনার ছলে
মারছে মানুষ শতো।

অনেকেই আজ মোটাতাজা
অসহায়ের রক্ত খেয়ে,
জীবন যুদ্ধের টিকতে না পেরে
নির্যাতিতরা মরছে ধেয়ে।

টাকার পক্ষে রায় পড়ে যায়
পরিবার, সমাজ, দেশে,
ন্যায়-নীতি বির্সজন দিয়ে
চলে মহান বেশে।

সর্বক্ষেত্রে
ফাইলের ওজনে টাকা না হলে
ফাইলে পড়ে কাদা,
টাকা ভর্তি থলে পেলে
ফাইল সাচ্চা সাদা।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply