ইমরানুল ইসলাম

বাংলা ভাষার জন্য

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরানুল ইসলাম,
বাঁশখালী,চট্টগ্রাম, বাংলাদেশ।

 

ফেব্রুয়ারী এলে মনে শোকের ধ্বনি
চারিদিকে শা শা করে ঘুরে বেড়ায়,
সবুজ মাঠ ঘাট,নদী নালাসহ অসংখ্য ক্ষেত।
আমার ভাইয়ের তাজা রক্তের উপর
হেটে যায় কোলো মেঘ,
হায়েনার দল মুখের বুলি কেড়ে নিতে প্রস্তুত
রক্তপান করার বিবিধ সাজ।
একটা জাতিকে স্তব্ধ করে দেওয়ার যতসব আয়োজন,
ক্রীতদাসের চাদরে জড়িয়ে রাখার এক নাট্যমঞ্চ।
যে ডাকে আমার মায়ের প্রাণ জুড়ে
যে ডাকে আমার বোনের অভিলাষ স্মরে,
যে ডাকে ভাই বোনের স্নেহময় পরশ মেলে
যে ডাকে কৃষক শ্রমিক মাঠ থেকে ফিরে।
যে ডাকে অসহায় নির্যাতিতের ক্ষত মনে
আবারও আশায় বুক বাঁধে।
আমার ভাষা বাংলা, মাতৃভাষা বাংলা
সব আশা আকাঙ্ক্ষার প্রতীক এ বাংলা।
কেড়ে নিতে চেয়েছিল কুচক্রী মহল
ছাপ্পান্ন শতাংশ লোকের উপর উর্দু
নামক ভিন দেশী ভাষা,
চাপিয়ে দেওয়ার জন্যে, একটি সুন্দর
 জাতির অগ্রযাত্রা থামিয়ে দেওয়ার জন্যে।
সালাম,বরকত, রফিক, শফিক, শফিউর ও আউয়ালের মতো তেজস্বী ও প্রতিবাদী
 সন্তানেরা মেনে নিতে পারলো না।
এ বাংলা আর বাংলা ভাষাই হবে আমাদের ঠিকানা।
বুকের তাজা রক্ত, এ বুক স্তব্ধ করে দিক
এ মুখ যতক্ষণ না পর্যন্ত দম থাকবে
আমরা চিৎকার করে বলবো
বাংলা, বাংলা, আমার সোনার বাংলা।
অবশেষে হায়েনার দল কেড়ে নিল
তাদের শেষ সম্ভব কণ্ঠস্বর।
আমাদের দিয়ে গেলে মা বলে
আত্ম তৃপ্তির এক বিরাট সুখ।
দিয়ে গেল হাজার বছরের ঐতিহ্যে লালিত
বাংলা ও স্বাধীন বাংলার এক সোপান ভাষা আন্দোলন।
প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা ভাষা
সকল আশা আকাঙ্ক্ষার প্রতীক।
বাংলা ভাষার সবর্ত্র বিস্তার ঘটানো দায়িত্ব সবার,
এতে শহীদদের প্রতি লাল সম্মান উজ্জ্বল হবে বারংবার

লেখাটি শেয়ার করুন

Leave a Reply