মায়াবিনী ঝর্ণা

মায়াবিনী ঝর্ণা

কবিতা
লেখাটি শেয়ার করুন

শফিকুল ইসলাম,
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।

 

তুমি এত রুপবতী,
যেখানে খুঁজে পাই রুপের ঐশ্বর্য।
তুমি এত সাবলীল,
যেখানে খুঁজে পাই  সরলতার পুরষ্কার।
তুমি এত লাজুক,
যেখানে খুঁজে পাই তোমার অদৃশ্য স্পর্শ।
তুমি এত শীতল,
যেখানে খুঁজে পাই প্রেমহীন আত্নার স্বব্ধতা।
তুমি এত রোমান্টিক,
যেখানে খুঁজে পাই অসীম ভালোবাসার ছোঁয়া।
তুমি এত পাষাণ,
যেখানে খুঁজে পাই ব্যার্থতার পাহাড়।
তুমি    বিরামহীন পথচলায় প্রতীক,
যেখানে খুঁজে পাই সফলতার জ্বয়ধ্বনি।
তুমি ছলনাময়ীর প্রতীক,
যেখানে খুঁজে পাই নিঃস্বার্থ প্রেমিকের আহাজারী।
তুমি  জলরাশির সামগ্রিক প্রতীক,
যেখানে খুঁজে পাই প্রেমিকহারা প্রেমিকার আর্তনাদ।
তুমি এত সৌন্দর্যের অধিকারী,
যেখানে খুঁজে পাই হাজারো দর্শনার্থীর সীমাহীন আনন্দ।
তুমি এত অতিথিপরায়ণতা ,
যেখানে খুঁজে পাই রেখে আসা হাজারো স্মৃতির স্মৃতিচারণ।
আমি বলছি সেই তুমির কথা,
যেখানে বারবার হারিয়ে যেতে চাই।
আমি বলছি সেই তুমির কথা,
যার অদৃশ্য  মায়া আজও আমায় আবেগী করে।
আমি বলছি সেই তুমির কথা,
যার অমায়িক ভালোবাসা স্বপ্নে এসে আনন্দ দেয়।



লেখাটি শেয়ার করুন

One thought on “মায়াবিনী ঝর্ণা

Leave a Reply