ইমরানুল ইসলাম

শরতের বন্দনা

কবিতা
লেখাটি শেয়ার করুন

ইমরানুল ইসলাম।।

 

শরৎ এলো রাণীর বেশে
খিলখিলিয়ে হেসে,
শেফালি,মালতি, জুঁই, টগর
হাতছানিতে নাচে।

মনের মাঝে আনন্দ উল্লাস
নয়ন মুগ্ধকর সমারোহ শোভা,
দিগন্ত বিস্তার সবুজ ফসলের মাঠ
তার প্রসন্ন হাসির নম্র আভা।

গাছে গাছে সবুজে সবুজে ছড়াছড়ি
বাড়ির প্রাঙ্গণে শেফালি ফুল,
নদীতীর, বিল-ঝিলে কাশফুলের সৌন্দর্য
তার প্রেমে মন আকুল।

প্রভাতে শিশিরের ভীরু স্পর্শে
মনে জাগে বড্ড শিহরণ,
স্নিগ্ধতা আর কোমলতার অপূর্ব দৃশ্য
শরতের বন্দনায় আলোড়ন।

দূর থেকে ভেসে আসে শিউলির সুবাস
যখন ঘরে দেয় হানা,
মন কিছুতেই আটকে থাকতে চায় না
শিউলির সাথে খেলতে নেই মানা।

কৃষকের পাকা ধানে সোনালি রোদ
খুশিতে আশায় বাঁধে বুক,
শরতের আগাম ফসলের সম্ভবনা বাণী
সোনা ধান ঘরে উঠবে এতে সুখ।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply