বশির আহমদ

সুখের দিনগুলি

কবিতা
লেখাটি শেয়ার করুন

বশির আহমদ,
লাখাই, হবিগঞ্জ।

 

নতুন হাঁসের ডিম
সিদ্ধ করে খেতাম মাঠে
খেসারি আর শিম।

ডাংগুলি আর গোল্লাছুট
খেলতাম মাঠের প’র
মনে পড়ে শৈশব কালের
গরু রাখার চড়।

খেলা জিতে এনেছিলাম
জোড়া চার নারকেল,
পানি খেয়ে কলের পানি
হইছে পঁচাতেল!

ঘুরি ওড়ানো সেই সময়
খেতাম পেড়ে আম
মিঞা বাড়ির গাছের তলে
কুড়ে নিতাম জাম।

হঠাৎ করে আসত দিদি
ছুড়ত গালিরবান
আম নিল গো চুরি করে
মোরা গাইতাম গান!

বাড়িত এসে বিচার দিতো
ছেলে তোমার চোর
লাঠি নিয়ে বকা দিতেন
আমি দিতাম দৌড়।

খেলা নিয়ে ঝগড়া হতো
দিতাম ঘুসি খিল
দিনের শেষে ভুলে যেতাম
আবার হতাম মিল।

মনে পড়ে আরও অনেক
অতীত দিনের সব
ভুলবনা, ভুলা যায় নাকো
সোনালী শৈশব।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply