মোস্তাক আহমেদ

আমার কাছে কোনো হাতকড়া নেই

কবিতা
লেখাটি শেয়ার করুন

 

মোস্তাক আহমেদ ।। 

 

আমার কাছে পুলিশের হাতকড়া নেই
থাকলে—গ্রেফতার করে নিয়ে আসতাম হৃদ অলিন্দে
সন্ত্রাসীর রিভলভার নেই
থাকলে—মাথায় ঠেকিয়ে নিয়ে আসতাম অন্তরের গহীন গুহায়
আইনের চাতুরী নেই
থাকলে—মারপ্যাঁচে ফেলে নিয়ে আসতাম ফুলেল কাঠগড়ায়
প্রকৃতির হাজারো রূপ,হাজারো রহস্য জানা নেই
থাকলে—কোনো উপমায় ফেলে নিয়ে আসতাম
কাব্যের ছন্দময় জগতে

আমার কাছে আছে
কিছু বোকা শব্দের গুঞ্জন ।

 

 


লেখাটি শেয়ার করুন

Leave a Reply