বশির আহমদ

তোমরাও

কবিতা
লেখাটি শেয়ার করুন

বশির আহমদ।।

 

ওরে খোকা বেশি করে মনটা দিয়ে পড়
হতে পারবে সবার সেরা জ্ঞানেগুনে বড়।
তোমার খ্যাতি
তোমার জ্ঞাতি
চারিধারে সবার ঘরে হবে আলোক বাতি
তোমার কাছে শিখবে এসে বিশ্বের যত জাতি।

তুমি কর বিজ্ঞান নিয়ে বেশি করে খেলা
কাজে সময় কর নাকো কভু তুমি হেলা
তুমি হবে
এ-ই ভবে
ওমর রুমি হাফিজ সাদি ইবনে সিনার মত
ফুলসকলি ঘ্রাণ ছড়াবে বাগানের ফুল যত।

দুষ্টুমিটা বাক্সের ভেতর বন্দী  তুমি কর
ব্যাটের বদলা কলমটাকে শক্ত ভাবে ধর
জয়ের মালা
খুলবে তালা
মনের যত আঁধার কালো যাবে সবই দূরে
তোমার কথা গান কবিতায় থাকবে হৃদয়পুরে।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply