ধোঁয়াশা

কবিতা
লেখাটি শেয়ার করুন

রেদোয়ান আহমেদ

 

তপ্ত রোদ্দুর, রোদ্দুর পোড়া ধোঁয়া
উড়ে উড়ে যেন ক্ষীণ ছবি আঁকে।
ছবি আঁকে সুখাসুখে অকাল মৃত্যুর-
অবর্ণন অর্বাচীন প্রেমগুলোর।
ছবি দেখি, ভাসে অবয়ব। খুব চেনা-
আমারই মতো, আমিই যেনো; নাম শুধু তুমি।
এতো কাঠ-খড় পুড়িয়ে
এতো পথ একলা হেঁটে- কতটুকই বা এলাম
সম্মুখে- তোমার কাছে, সন্নিকটে
প্রেমের নামে, একান্তই তোমার ক্রোড়ে।
এতো তরুবৃক্ষ পিষে, এতো লোকালয় কোলাহল ছেড়ে
এমন একমুখো পথচলা-
তুমিও তো পারতে কয়েক পা এগিয়ে
আমার গন্তব্য কমিয়ে দিতে !

তবে কি আমিও হবো- নীরব প্রেমিকের মতো
কেয়ার ঝোপের শুভ্র মালতী, হলুদ প্রজাপতি।
বিশাল আকাশের খণ্ড মেঘ, ধ্রুব কিংবা রোহিণী নক্ষত্র
প্রেম ছাড়াই যারা এলোপাথাড়ি
ফুটে রয়, উড়ে যায়, মিটিমিটি জ্বলে; জনমের নামে।



লেখাটি শেয়ার করুন

Leave a Reply