মোবারক হোসেন

মনে পড়া বাবার স্মৃতি

কবিতা
লেখাটি শেয়ার করুন

মোবারক হোসেন।।

 

আমি দেখেছি সেই, রোদ্রময়ী গ্রীষ্মের উত্তাপে,
বাবা যে মোর মনানন্দে ক্ষেতের পানে হাপে।

রোজের দরে,সপ্তাহ পরে, চারপাঁচ আনা কড়ি,
পাশের গ্রামের হাঁট থেকে আটা আনত দুখানা ব্যাগ ভরি।

সেই আটা বর্জন করি আমার মায়ের হাতে,
বাবা যে মোর রওনা হতেন গামছা  নিয়ে সাথে।

দাদিজান মোর পিছে হাঁকে কয়”খোকা,বাজান”
বেল্লাবাদে যাস না কোথাও দিতাছে এহন আযান।

দাদির কথায় পিছন ফিরে মুখে মৃদু হাসি
মাগো,  তুমি চিন্তা কইরো না, মাঠ থেকে একটু আসি ।

রাতের বেলায় জোস্নার আলোয়,গাধা জোরা নিয়ে
ধান মারানির কাজে লাগত, রাত্রি যাইত বয়ে।

খানি খানি বাদে মায়ে তামাক হাতে নিয়ে
মাথার গামটি মুছে দিত লাল গামছাটা দিয়ে।

গায়ে পড়ত ছিড়া জামা,লুঙ্গি ছিল তার বেস
বাজার থেকে পকেটে করে আনত সন্দেশ ।

শত কষ্টে বেদনায় তার দিন গেছে আজ চলি
আজ যে তার কবর মাঝে উঁড়ছে ধূলোবালি।

সেই যে কবে দেখেছিলাম বাবার মুখের হাসি ,
তখন বাবা বলতে পারিনি,তোমায় কতটা ভালোবাসি।

 


লেখাটি শেয়ার করুন

Leave a Reply