ফারুক খান নেগারি

হৃদয়ের এক গায়েন

কবিতা
লেখাটি শেয়ার করুন

ফারুক খান নেগারি।।

 

দীর্ঘদিন ধরে সে দারোয়ান।
এই ভূখণ্ডের যেখানে তার কর্মস্থান,
সেখানে দেশ-বিদেশের বহু নামকরা ব্যক্তিরা আসে।
স্থানটি আলোড়িত চঞ্চল তাঁদের আনাগোনা আর পরশে।
তাঁদের রিসিভ করা হয় সশ্রদ্ধায়,
পুরো পরিবেশ আমেজে জয় জয়,
ফুলেল শুভেচ্ছা আর প্রটোকলে,
নর-নারী দলে-বলে।
প্রত্যেকেই তাঁদের চেনে,
পত্রিকায় ঘন ঘন তাঁদের ছবি ছাপে,
রেডিও টেলিভিশনে তাঁরা সংবাদ,
সামাজিক যোগাযোগ মাধ্যমে সহস্র শেয়ার, প্রচার অবাধ।
অনেক কদর তাঁদের, তাঁদের ছবির,
পত্রিকার ছবি হওয়া কি স্বর্গীয় অনুভূতির?
সে জানে না।
জানার কথাও না।
বিখ্যাতরা তাকে না চিনলেও আশপাশের তরুণরা চেনে,
সখ্যতায় অকৃত্রিম ভালোবাসা মেলে।
একদিন জীবনের শেষে,
অকৃত্রিম হেসে,
সে তাদের বলেছিল তার ছোট একটা স্বপ্নের কথা।
তার অন্তরের দাবি হয়ে চোখে-মুখে স্পষ্ট হয়েছিল আশা।
বলেছিল, মরার পর পত্রিকায় আমার একটা ছবি ছাপায়েন।
সে তখন হয়ে উঠেছিল মানব হৃদয়ের মূর্ত এক গায়েন।


লেখাটি শেয়ার করুন

Leave a Reply