sahabuddin bijoy

সানফ্লাওয়ার

বিবিধ
লেখাটি শেয়ার করুন

শাহাবুদ্দিন বিজয়

 

-আপনার ভয়েসটা মিষ্টি!
-ফ্লার্ট করছেন?
-না, ফ্যাক্ট বলছি
-আইনি ব্যবস্থা নিলে কিন্তু শাস্তি পেতে পারেন।
-পৃথিবীর অনেক বিজ্ঞানী ফ্যাক্ট বলার কারণে শাস্তি পেয়েছে, অপদস্থ হয়েছে।
-নিজেকে বিজ্ঞানী ভাবেন?
-তারচেয়ে বেশি কিছু।
-যেমন?
-বিজ্ঞানীরা পরিক্ষালব্ধ ফলে বিশ্বাসী। আমার পরীক্ষা করতে হয় না।
-সেটা কি করে?
-এই যে অনায়াসে বলে দিলাম আপনার ভয়েস মিষ্টি। বিজ্ঞানীরা তা ল্যাবে নিয়ে পরীক্ষা করে বলত মিষ্টি কি না।
-আচ্ছা, ভালো তার্কিক আপনি
-শুধু তাই না, অভিনেতাও বটে। আর আপনিও কম যান না। আচ্ছা আপনার নাম কি?
-আপনাকে কেন বলব?
-বলতে হবে না, আপনাকে আমি সানফ্লাওয়ার ডাকব
-সানফ্লাওয়ার কেন?
-এইযে ফাল্গুনের দ্বিতীয় দিনে আপনার সাথে কথা হলো
-আমি আপনার সাথে এতক্ষণ ধরে কেন কথা বলছি!
-আটকে গেছেন!
-কিসে
-ফাঁদে
-বেরুবার উপায়?
-নেই
-তাহলে?
-চলুন বিশ্বরাজনীতি নিয়ে আলোচনা করি
-ভালো লাগে না
-তাহলে মহাপ্রলয়?
-ভয় হয়
-যারা ভয় পায় তারা কাওয়ার্ড
-আপনি আমাকে কাওয়ার্ড বলছেন?
-স্পষ্টত
-আমি কাওয়ার্ড নই!
-আচ্ছা, বিয়ে করেছেন?
-কেন? বিবাহিত হলে লাইন কেটে দেবেন?
-আমি বিবাহিত-অবিবাহিত তফাত করি না। আমি শুধু মানুষ দেখি। বিয়ে করেছেন না কি?
-শুধু মানুষ দেখলে ম্যারিটাল স্টাটাস দিয়ে কি করবেন? আপনার মুখে এক, মনে আরেক।
-তাই তো হওয়া উচিত
-কি হওয়া উচিত?
-মুখে এক, মনে আরেক
-মানে?
-মুখ আর মনে এক থাকা মানে একই জিনিসের জন্য দু’জায়গা নষ্ট। তারচে দুই জায়গায় দুই থাকুক। এটাকে বলে ইউটিলাইজেশন।
-পাগল না কি আপনি?
-আপনি কি করে জানলেন?
-আপনি নিজেই বলেছেন
-নাহ, একবারও বলিনি এ কথা
-হা হা হা, আপনার আচরণে মনে হয় আপনি পাগল
-অনেকেই আমাকে পাগল বলে, কিন্তু সত্যি বলতে কি জানেন সানফ্লাওয়ার?
-না, জানি না। আপনি বলেন
-‘পাগল’ শব্দটা একটা স্ক্যাম
-মানে?
-যাকে আপনি পাগল বলেন তার চলনবলন একটা নির্দিষ্ট স্কেলে চলে। যেমন আপনারটা। এখন আপনার মতো না বলে তাকে পাগল বলে দিচ্ছেন। পৃথীবীর অধিকাংশ লোককে আমার পাগল মনে হয়। অথচ এই অধিকাংশ লোকই কিছু সংখ্যক মানুষকে পাগল স্বীকৃতি দিয়ে রেখেছে। তাহলে এটা একটা স্ক্যাম না সানফ্লাওয়ার?
-আচ্ছা। নাহ, এখন তো আপনাকে পাগল বলে মনে হচ্ছে না।
-তাহলে কি মনে হচ্ছে?
-ধুরন্ধর, কানিং ফক্স
-হা হা হা, আচ্ছা আপনার বয়ফ্রেন্ড আছে?
-অবিবাহিত কিনা তা নিশ্চিত না হয় বয়ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করছেন?
-আপনি অবিবাহিত, তা আমি নিশ্চিত
-কি করে?
-বিবাহিত মেয়েরা এভাবে নিশ্চিন্তে সাবলীলভাবে অন্য পুরুষের সাথে কথা বলতে পারে না।
-কোনো কোনো মেয়ে কিন্তু পারে
-সেই কোনো কোনো মেয়ের মধ্যে আপনি নেই। বলেন না আপনার বয়ফ্রেন্ড আছে কি না!
-বিবাহিত কি না, বয়ফ্রেন্ড আছে না কি এসব কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছে
-লিমিটটা বাড়িয়ে দিন না
-বাড়িয়ে?
-মানসিক শান্তি পাবেন
-আমার মনে হয় না
-না মনে হলেও আপনি পাচ্ছেন
-কি করে বুঝলেন?
-এই যে এতক্ষণ ধরে কথা বলছেন
-কথায় যুক্তি আছে
-আমি অযৌক্তিক কথা বলি না
-নিজেকে মহাজ্ঞানী সক্রেটিস ভাবেন?
-তারচেয়ে বুদ্ধিমান
-এটা বাড়াবাড়ি বলছেন
-বাড়াবাড়ি না, সত্য
-কি করে?
-আমি তার মতো অপাত্রে জ্ঞান বিলাই না।
-সক্রেটিস অপাত্রে জ্ঞান বিলাতেন?
-তা নয়তো কি। যাদের তার জ্ঞান ধারণের সক্ষমতা ছিলো না তিনি তাদের জ্ঞান দিয়েছিলেন। ফলাফল হেমলক পানে মৃত্যু।
-বুঝলাম, তা আপনি কোন সুপাত্রে জ্ঞান বিতরণ করছেন
-এই আপনি, সানফ্লাওয়ার। জ্ঞান বিলানোর জন্য আপনি একটা সুপাত্র।
-কি করে বুঝলেন?
-আপনি প্রশ্ন করেন
-প্রশ্ন তো অনেকেই করে
-ওগুলোকে প্রশ্ন বলে না
-তাহলে কি বলে?
-গাঁজাখুরি কথা
-বুঝালাম
-আচ্ছা সানফ্লাওয়ার, লিপস্টিক খান?
-মানে?
-মানে আর কি, ঠোঁটে লিপস্টিক লাগালে খেয়ে ফেলেন?
-এটা কেমন প্রশ্ন
-অনেক মেয়েই লিপস্টিক খায়
-ওভাবে খেয়াল করিনি কখনও
-করে দেখবেন
-তো, খেলে কি?
-লিপস্টিকে ক্যাডমিয়াম, অ্যালুমিনিয়াম থাকে
-তো?
-এগুলো খেলে পেটে বিষ হতে পারে, মরে যাবেন
-লিপস্টিক খেয়ে কাউকে মরতে দেখিনি
-সিগারেট খেয়ে মরতে দেখেছেন?
-তাও না
-তবুও সিগারেট খেয়ে মানুষ মরে
-তা জানি
-আচ্ছা সানফ্লাওয়ার
-বলেন
-বই পড়েন?
-পড়ি
-কথা শুনলেই বোঝা যায়
-তাহলে জিজ্ঞেস করলেন কেন?
-অভ্যাস, সবাই করে এমন
-মোটেও না
-করে, কাউকে জাগিয়ে তুলতেই তো বলে, “কিরে ঘুমাইছিস!” আবার খেতে দেখেও জিজ্ঞেস করে, “খাচ্ছিস?”
-আমি করি না
-ঠিক আছে মানলাম, তা কি বই পড়া হয়?
-উপন্যাস, থ্রিলার
-বাব্বাহ, সাহস আছে
-থ্রিলার পড়তে সাহস লাগে না, ইচ্ছে থাকলেই হয়
-শেষ কোনটা পড়েছেন?
-ফাইয়াজ ইফতির ‘নাড়িনক্ষত্র’
-ফাইয়াজ ইফতি কে?
-চিনেন না?
-নাহ, নব্য লেখক না কি?
-ফাইয়াজ ইফতি সময়ের অন্যতম থ্রিলার রাইটার। আপনার সমসাময়িক লেখকদের নিয়ে ধারণা কম।
-তা বটে, পাঠকের চেয়ে লেখক বেশি, লেখকের চেয়ে প্রকাশনী।
-বই বাজার নিয়ে আপনার বিশেষ এলার্জি আছে বুঝলাম
-একারণেই আপনার সাথে কথা বলা যায় সানফ্লাওয়ার।
-কেন?
-আপনি সমঝদার
-হা হা হা
-এত হাসেন কি করে?
-চলে আসে
-পৃথীবীর “অন্যতম অস্ত্র” এমনি চলে আসে?
-হাসি আবার অস্ত্র হয় কি করে? অস্ত্র তো মানুষের ক্ষতি করে
-তো আপনি তো আমার ক্ষতিই করছেন।
-কল কেটে দেব?
-এটা করলে মহা-ক্ষতি হবে
-তাহলে?
-ক্ষতিতেই খান্ত দিন না
-আচ্ছা দিলাম
-সানফ্লাওয়ার
-বলুন
-ছবি আঁকেন?
-আঁকি বৈকি!
-শেষ কি একেছেন?
-শুনে সহ্য করতে পারবেন না
-বলেই দেখুন
-একটা রক্তাক্ত ভ্যাজাইনা, নিথর দেহ
-কি হলো, চুপ হয়ে গেলেন যে?
-একদিন দেখাবেন?
-নিয়মিতই দেখতে পারেন, পত্রিকা পড়লে
-আমি পত্রিকা পড়ি না
-সে কি, কানিং ফক্স পত্রিকা পড়ে না! কেন?
-পত্রিকার প্রতিটি শব্দ আমাকে পীড়া দেয়। ধর্ষণ, মার্ডার, লুটপাট, ঘুষ, জালিয়াতি, দখলদারিত্ব, দুর্ঘটনা আরো অনেক শব্দ আছে, এগুলো দেখলে আমার গলা শুকিয়ে যায়। ভেতরটা ডুকরে কেঁদে ওঠে।
-এ কি, কানিং ফক্স কাঁদছে
-কান্না অনেক আগেই থেমে গেছে
-তাহলে এখন কি শুনছি?
-কান্নাদের ভূত
-আমি আপনাকে আপসেট করে দিলাম
-সে ক্ষমতা আপনার নেই, সানফ্লাওয়ার
-হয়তো বা আপনি ঠিক বলেছেন
-হা হা হা, আমার একটা স্কেচ এঁকে দেবেন
-তাহলে তো আপনার ছবি লাগবে
-গুগল করে নিন
-গুগল চেনে আপনাকে, সেলিব্রেটি না কি আপনি?
-না সেলিব্রেটি নই, সার্চ করবেন ‘শাহাবুদ্দিন বিজয়’
-ওহ, আচ্ছা, ঠিক আছে। ওয়েট, কিহ?
-‘শাহাবুদ্দিন বিজয়’
-ঠাট্টা করছেন?
-কেন?
-শাহাবুদ্দিন বিজয় ১৪ দিন গুম ছিলো, এরপর তিনদিন আগে তার মৃতদেহ পাওয়া যায়
-আপনি সিউর ওটা তার মৃতদেহ?
-বুঝলাম না
-সানফ্লাওয়ার, আপনি সমঝদার
-হ্যালো, হ্যালো, হ্যালো, আছেন? হ্যালো?
আপনার ডায়েলকৃত নম্বরটি এই মুহুর্তে বন্ধ আছে। আপনার কাঙ্খিত গ্রাহককে ভয়েসে এসএসএস পাঠাতে চাইলে গ্রাহকের…..




লেখাটি শেয়ার করুন

Leave a Reply